বিএনপিকে প্রতিরোধের ডাক দিলো আওয়ামী লীগ

 আওয়ামী লীগ

আওয়ামী লীগ

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে চোরাই পথে ক্ষমতায় যেতে চায় বলে দাবি করেছে আওয়ামী লীগ। সরকারবিরোধী এই দলকে রাজপথে প্রতিরোধের ডাক দিয়েছেন সরকারি দল আওয়ামী লীগ নেতারা।

সোমবার (১৬ জানুয়ারি) বিভিন্ন দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশের বিপরীতে শান্তির সমাবেশ করেছে আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন সমাবেশে আওয়ামী লীগ নেতারা এই ঘোষণা দিয়েছেন।

বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সমাবেশে সকাল থেকেই দলে দলে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগ নেতাকর্মীরা। মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানীর ভাটারায় নতুনবাজার ১০০ ফিট রাস্তায় শান্তি সমাবেশে উত্তরের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্লোগানে স্লোগানে আশপাশের এলাকা মুখর করে তোলেন তারা। সমাবেশে বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
 
তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে শান্তি সমাবেশ। এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। কেউ আগুন নিয়ে খেলতে চাইলে তা মেনে নেওয়া হবে না। অসুস্থ রাজনীতি করার জন্য বিএনপিকে হাসপাতালে পাঠানো হবে। গোটা দলটাই অসুস্থ হয়ে পড়েছে। আওয়ামী লীগ এ দেশে ভেসে আসেনি। বিএনপি সরকার পতন করবে আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবে সেটা ভাবার প্রয়োজন নেই। সত্য কথা বলার সাহস নেই মির্জা ফখরুলের। তারা কথায় কথায় মিথ্যাচার করে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি চোখে সরিষা ফুল দেখছে। মানুষের জানমাল নিয়ে খেললে, খেলা হবে। যেকোনো নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে থাকবে আওয়ামী লীগ। সরকার হটাতে গিয়ে তারাই হটে যাবে। খেলার জন্য বিএনপিকে রাজপথে আসার আহ্বান তিনি।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস সৃষ্টি করতে চায় বিএনপি। ইতিহাস বিকৃতি করে তারা। ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা। দলের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি। এক-এগারোর কুশিলবরা বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে আবার সক্রিয় হয়ে উঠেছে। এরা সংবিধান মানে না। এদের দেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। বিদেশিদের পদলেহন করে বিএনপির কোনো লাভ হয়নি। দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। অতীতের মতো দেশের জনগণ আপনাদের প্রতিহত করবে। নির্বাচনে না এলে বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে। সমাবেশে দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিএনপি-জামায়াত বোমা সন্ত্রাসী দল। জনগণকে সঙ্গে নিয়ে এই অপশক্তিকে প্রতিহত করা হবে।

বিএনপি ও জামায়াতকে প্রতিহত করতে যুবলীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সোমবার রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত এক ‘শান্তি সমাবেশে’ তিনি এ আহ্বান জানান। হানিফ বলেন, যুবলীগ সব সময় অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখনো আপনারা প্রস্তুত থাকবেন। এ সময় স্বাধীনতাবিরোধী শক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। উঠতে গেলে তাদের প্রতিহত করতে হবে।

দেশব্যাপী বিএনপির কর্মসূচির প্রতিবাদে সোমবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর রাসেল স্কয়ারের সামনে সতর্ক অবস্থান ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতারা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে একটি মিছিল হয়েছে। এদিকে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে ঘিরে শাহবাগে পাল্টা কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘স্মার্ট বাংলাদেশ প্রজন্মের স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ ছাত্রসমাজের রায়’ শীর্ষক ছাত্র সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

পাঠকের মন্তব্য