টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লির মৃত্যু

মফিজুল ইসলাম (৭৫)

মফিজুল ইসলাম (৭৫)

টঙ্গীর তুরাগ নদীর তীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় মফিজুল ইসলাম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। মফিজুল বরগুনার আব্দুল আলীমের ছেলে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মফিজুল ইসলাম বরগুনা থেকে ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। ইজতেমার ময়দানে জানাজা শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বাদ আছর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে।

   


পাঠকের মন্তব্য