পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মত বিনিময় সভা

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস

“কাউকে বাদ দিয়ে নয়”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প ও উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪জানুয়ারী) বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমত আরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আকতার। 

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন-সাংবাদিক সরদার জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম লিটন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন-সাংবাদিক রাজু রায়হান, সাংবাদিক সেলিম হোসেন, নাগরিক উদ্যোগ সহকারী বিভাগীয় সমন্বয়কারী রহিছুল ইসলাম ও পলাশ দাস, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল দাস, ওয়েভ ফাউন্ডেশনের সদস্য রেজওয়ানা আক্তার লিলি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন সস্প্রদায়ের জনগোষ্ঠী। 

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের ওই মত বিনিময় সভার আয়োজন করেন নাগরিক উদ্যোগ, ক্রিশ্চিয়ান এইড, ওয়েব ফাউন্ডেশন, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সদস্যবৃন্দ।

   


পাঠকের মন্তব্য