রামুর পানেরছড়ায় বনভূমি থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিটের লম্বাঘোনায় বনভূমি দখল করে অবৈধভাবে স্হাপিত  স্হাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১২ টায় পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ গাজী বাহার উদ্দিনের নেতৃত্বে রামুর দক্ষিণ মিঠাছড়ির লম্বাঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।

সূত্রে পাওয়া, আবুল কালাম নামক এক ব্যক্তি লম্বাঘোনায় অবৈধভাবে বনভূমি দখলে নিয়ে পরে সেই বিভিন্ন মানুষকে মোটা অংকের টাকায় বিক্রি করে আসছে। এভাবে সেই বিভিন্ন লোকের কাছে বনভূমি বিক্রি করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এমনকি বর্তমানে তার দখলে রয়েছে বিশাল আকারে বনভূমি। আর সেই বনভূমিতে গড়ে তুলেছে অনুমোদনহীন গরুর ফার্ম। এই ফার্মে যাতায়াতের জন্য বনের মাঝ দিয়ে তৈরী করেছে রাস্তা। 

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ গাজী বাহার উদ্দিন বলেন, কিছু দখলবাজ লোক পানেরছড়ার লম্বাঘোনায় অবৈধভাবে বনভূমি দখল করে স্হাপনা তৈরী করছে এমন সংবাদ পেয়ে সাথে সাথে অভিযান পরিচালনা করে দুটি অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন,অবৈধভাবে বনভূমি দখলকারী, বনজ সম্পদ ধ্বংসকারী, পাহাড় খেকো ও পাহাড় থেকে বালু উত্তোলনকারী সেই যতবড় শক্তিশালী হওক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

অভিযানে উপস্হিত ছিলেন, পানেরছড়া বিট কর্মকর্তা সোহেল রানা ও বিটের স্টাফগন।

   


পাঠকের মন্তব্য