ববি'র ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ৪ 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ঢু‌কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় বিশ্ব‌বিদ্যাল‌য়ের চার ছাত্রলীগ নেতা‌কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিফাত বাদী হয়ে সাত জনের নামে এবং আরও আট জনকে অজ্ঞাত আসামি করে বুধবার মামলা করেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আলীম সালেহী, রিয়াজ উদ্দিন মোল্লা, শামীম সিকদার ও শেখ রেফাত মাহমুদ‌কে আটক করে বন্দর থানা পু‌লিশ। বাকি আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি মূল ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের ৪০১৮ নম্বার রুমে হেলমেট পরিহিত একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী।

হামলাকা‌রী হি‌সে‌বে যা‌দের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে তারাও বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। হামলার শিকার ও হামলায় অ‌ভিযুক্ত সক‌লেই ব‌রিশাল সি‌টি মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর রাজনীতি করে।

   


পাঠকের মন্তব্য