শেষ হল জামালপুর জেলার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ

নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ

চমৎকার  সব আয়োজনের মাধ্যমে জামালপুর জেলার প্রথম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা হয়ে গেল লন্ডনের আরসুলিন হলে। প্রধান অতিথি সৈয়দ হাবিবুল্লা শের ই জামান এর বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।

মাসকুরা ফারহান ও ফারহানা লিমন এর সুন্দর সন্চালনায় গান, নৃত্য ও আবৃওি সবার মন কেড়ে নেয়। 

তবে বিলেতের জনপ্রিয় ও আন্তজাতিক পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পীর দেশাত্ববোধক গানের সাথে নৃত্য ও লোকনৃত্য উপস্হিত সকল দর্শকের মনকে আনন্দ দিতে পেরেছে বলে আয়োজকরা ভুয়শি প্রসংশা করেছেন।যা একজন শিল্পীর জন্য অনেক সন্মানের বলে নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ আমাদের জানিয়েছেন। 

তিনি আরো বলেন ২০২৩ সালের প্রথম অনুষ্ঠানটি খুব ভালভাবে করতে পেরে আয়োজকদের ধন্যবাদ দিয়েছেন। শারিরীক অসুস্হতার কারনে অনুষ্ঠান কম করছেন। পরিশেষে সবার দোয়া কামনা করেছেন।

   


পাঠকের মন্তব্য