পুলিশ স্বামীর অধিকার ফিরে পেতে চান পুলিশ স্ত্রী 

পুলিশ স্বামীর অধিকার ফিরে পেতে চান পুলিশ স্ত্রী 

পুলিশ স্বামীর অধিকার ফিরে পেতে চান পুলিশ স্ত্রী 

জামালপুরে গোপালপুর স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে পুলিশ সদস্য স্বামী মাসুদের বাড়িতে মহিলা পুলিশ রুবিনা আক্তার গতকাল বুধবার থেকে অবস্থান করছেন। একই সাথে রুবিনার উপর শারিরিক নির্যাতনের অভিযোগ উঠেছে মাসুদের স্বজনদের বিরুদ্ধে।

পুলিশ দম্পতি উভয়েই শেরপুর সদরে দায়িত্বরত আছেন। প্রেম করে বিয়ের ৯ বছর চলে গেলেও বহু বিবাহ ও শারিরিক নির্যাতন করার দায়ে মাসুদের বিরুদ্ধে শেরপুর আদালতে মামলা করেন স্ত্রী রুবিনা আক্তার। মামলার পরেই শেরপুর জেলা পুলিশ মাসুদকে ক্লোজ করে পুলিশ লাইন্স পাঠায়। এমন ঘটনার পরেই রুবিনা না জানলেও নাটকীয় ভাবে খোলা তালাক দেখানো হয়। তালাক নামা পাবার পরই রুবিনা জামালপুর সদরের গোপালপুরে ছাবুরমুর তার স্বামীর বাড়িতে স্ত্রীর অধিকার আদায়ের জন্য অবস্থান করছেন।

এ বিষয়ে ভুক্তভোগী স্ত্রী রুবিনা আরো জানান মামলার তদন্ত অফিসার এসআই আমিনুর বিভিন্ন কৌশলে আসামি মাসুদকে অব্যাহতি দেওয়ার কু-কৌশল অবলম্বন করছেন। 

এবিষয়ে মাসুদ রানা বক্তব্য দিতে রাজি নন। 

   


পাঠকের মন্তব্য