কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

ঝিলংজায় অবস্থিত কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরে সকাল ১০ টায় সমিতির পরিচালক ও সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হায়দার আলী’র সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

সভায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমেই সদস্যগণের রেজিস্ট্রেশন ও পারস্পারিক যোগাযোগ, সমিতির সহ-সভাপতি ছিদ্দিকা খানম মরুয়া’র কোরাম নির্ধারণকল্পে সদস্যগণের উপস্থিতি জনিত হিসাব প্রদান, সমিতির সচিব মোঃ আমজাদ হোসেন ছোটন কর্তৃক বার্ষিক সদস্য বিজ্ঞপ্তি পাঠ, সভাপতির বার্ষিক প্রতিবেদন পাঠ ও নানা কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হয় সমিতির এ সভা।

সদস্য সভায় উপস্থিতির একাংশ শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এ স্লোগান বাস্তবায়নের জেরে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৩০০ জন গ্রাহকের রেজিস্ট্রেশন এবং সর্বোচ্চ সদস্যদের সম্মুখে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হায়দার আলী।

সভাপতির প্রতিবেদনে তিনি বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি সরকারি সিদ্ধান্ত মোতাবেক নগদ মূল্যে বিদ্যুৎ ক্রয় করে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করে থাকে। সমিতির গ্রাহকদের বিদ্যুৎ বিলের অর্থেই বিদ্যুতের ক্রয়মূল্য পরিশোধ ও সমিতির যাবতীয় ব্যয় নির্বাহ করা হয়ে থাকে। দুঃখজনক হলেও সত্যি যে কিছু সংখ্যক গ্রাহক নিয়মিতভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করেন না। সমিতিরি অগ্রযাত্রা ও গ্রাহক সেবার মান সর্বোচ্চ রাখতে গ্রাহক সদস্যগণকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, কিছু সংখ্যক অসাধু ব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে ফলে একদিকে গ্রাহক হয়রানীর শিকার হচ্ছে অন্যদিকে সমিতি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এজন্য গ্রাহক সদস্যগণকে ট্রান্সফরমার চুরি রোধকল্পে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি।

জেনারেল ম্যানেজার প্রকৌঃ দিলীপ চন্দ্র চৌধুরী তাঁর বক্তব্যে গ্রাহকদের অবগতির জন্য বলেন, ‘সমিতি বোর্ড, বাপবি বোর্ড, সমিতির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা ও নিরলস প্রচেষ্টায় ২০২২ সালে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি আইএসও ISO 9001:2015 সনদ অর্জন করেছে। সমিতির জন্মলগ্ন থেকে আমরা যা কিছু অর্জন করেছি তা গ্রাহক সদস্যবৃন্দ, পরিচালকবৃন্দ স্থানীয় প্রশাসন এবং সমিতির কর্মকর্তা-কর্মচারীদের যৌথ প্রচেষ্টায় ও পারস্পরিক সহযোগিতা।

তিনি আরো বলেন, যারা বৈদ্যুতিক লাইন হতে তার চুরি করে গ্রাহক হয়রানী ও সমিতির আর্থিক ক্ষতি করছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।ভবিষ্যতে গ্রাহক সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক অবস্থানকে সুদৃঢ় করতে গ্রাহক সদস্যগণের সহযোগিতা কামনা করে তাদের যে কোন সমস্যা তাৎক্ষনিক সমাধানের আশ্বাস দিয়ে স্বল্পতম সময়ে সমিতির সংশ্লিষ্ট এলাকায় গ্রাহকের চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সমিতির কোষাধ্যক্ষ ঞোমা ২০২১-২০২২ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। সমিতির ৩ ও ৬ নং জোনে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

কক্সবাজার পল্লি-বিদ্যুৎ সমিতির নব-গঠিত নির্বাহী কমিটিতে ও বোর্ড সভার এলাকা পরিচালক, পেশাজীবী এলাকা পরিচালক ও মনোনীত মহিলা এলাকা পরিচালক ভোটের মাধ্যমে পরিচালকগন নির্বাচিত তারা হলেন, টানা ২য় বার সমিতির পরিচালক ও সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হায়দার আলী, সহ-সভাপতি হাজী সুরত আলম,সচিব আমজাদ হোসেন ছোটন, কোষাধ্যক্ষ ঞোমা,মহিলা পরিচালক হাসিনা মোর্শেদ, ছিদ্দিকা খানম মরুয়া, এলাকা পরিচালক রাফাআত মোহাম্মদ,মোঃ ছিদ্দিক নূরী, জহির আহমদ ও মোঃ মহিউদ্দীন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কক্সবাজার পল্লি-বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি ছিদ্দিকা খানম মরুয়া, সচিব মোঃ আমজাদ হোসেন ছোটন, কোষাধ্যক্ষ ঞোমা, এলাকা পরিচালক রাফাআত মোহাম্মদ, এলাকা পরিচালক হাজী সুরত আলম,মহিলা পরিচালক হাসিনা মোর্শেদ, এলাকা পরিচালক মোঃ সিদ্দিক নুরী, এলাকা পরিচালক জহির আহমদ, মোহাম্মদ মহিউদ্দীন ও কক্সবাজার পল্লি-বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌঃ দিলীপ চন্দ্র চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন সহ প্রতিটি উপজেলার জোনাল অফিসের ডিজিএম।

পাঠকের মন্তব্য