জে.ইউ. আর্থ সোসাইটির সভাপতি আবির; সম্পাদক শুভ

সভাপতি আবির; সম্পাদক শুভ

সভাপতি আবির; সম্পাদক শুভ

'পৃথিবী ও পরিবেশ সুরক্ষার নিরন্তর প্রচেষ্টায়' স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আর্থ সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের কমনরুমে বিকাল সাড়ে তিনটায় আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

২০২২-২৩ কমিটিতে সভাপতি হয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭ তম ব্যাচের হিজবুল্লাহ আবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮ তম ব্যাচের মোঃ শুভ মাহমুদ।  

নতুন সভাপতি হিজবুল্লাহ আবির বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে পরিবেশ সুরক্ষার বিকল্প নেই। এই লক্ষ্যেই পরিবেশ সুরক্ষায় কাজ করে যাবে জাবি আর্থ-সোসাইটির নতুন কমিটি।

সাধারণ সম্পাদক শুভ মাহমুদ জানান, আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে, পৃথিবী ও পরিবেশ সুরক্ষার নিরন্তর প্রচেষ্টা। আমাদের ৭০০ একরের পাশাপাশি পৃথিবীর পরিবেশ সুরক্ষায় যথাসম্ভব কাজ করার চেষ্টা করবো। 

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাশহুরা শাম্মী, সদ্য বিদায়ী কমিটির সভাপতি রায়হান মুজিব উৎপল, সাধারণ সম্পাদক এম আবীর হাসান।

   


পাঠকের মন্তব্য