রায়পুরে এমপি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন 

লক্ষীপুর উইনার্স ক্লাবের আয়োজন

লক্ষীপুর উইনার্স ক্লাবের আয়োজন

খেলাধুলা মনকে প্রশান্তি দেয়, দেহকে করে প্রাণচঞ্চল। কাজে আসে উদ্যম আর বাড়ে স্পৃহা। খেলাধুলার দ্বারাই মাদককে দূরে সরিয়ে রাখা সম্ভব। এর ফলে সামাজিক সম্পর্ক যেমন বৃদ্ধি পায়, তেমনি বাড়ে মানুষের মাঝে আন্তরিকতা।

খেলাধুলার সবচেয়ে বড় শত্রু বৃষ্টি। একমাত্র বৃষ্টির কারনেই অনেক বড় ক্রীড়ার আসরও থমকে যায়। প্রকৃতির নিয়ম অনুসারে শীতকালে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম।আর এ সু্যোগে অনেকেই আয়োজন করে অনেক চিত্তাকর্ষক ক্রীড়া প্রতিযোগিতা।এমনই এক চিত্তাকর্ষক ক্রীড়া ইভেন্ট হচ্ছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

লক্ষীপুর জেলার রায়পুর এবং সদর উপজেলার সীমান্ত এলাকা রাখালিয়া বাজারে এমন এক আকর্ষণীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্ভোদন হয়েছে গতরাতে। এমপি গোল্ডকাপ নামক এই টুর্নামেন্ট এর উদ্বোধন করেন লক্ষীপুর ২ আসনের সাংসদ এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

লক্ষীপুর উইনার্স ক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি মাহফুজ্জামান আশরাফ, লক্ষীপুর জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শাজাহান কামান, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন টিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এ সময় বক্তারা আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে এর ধারাবাহিকতা বজায় রেখে যুব সম্প্রদায়কে ধূমপান এবং মাদকমুক্ত থাকার আহবান জানান।

   


পাঠকের মন্তব্য