রংপুর (বেরোবি)তে পালিত হচ্ছে প্রথম পিঠা উৎসব

রংপুর (বেরোবি)তে পালিত হচ্ছে প্রথম পিঠা উৎসব

রংপুর (বেরোবি)তে পালিত হচ্ছে প্রথম পিঠা উৎসব

'ঐতিহ্যে বাঙালীয়ানা'র স্বাদ' স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ( বেরোবি)তে পালিত হচ্ছে প্রথম পিঠা উৎসব। নকশিপিঠা, ভাপা, চিতই, দুধপুলি, চন্দ্রপুলি,পাটিশাপটা, রসপিঠা, ডিমপিঠা, দুধচিতইসহ নানানরকম পিঠার পসরা সাজিয়ে বসেছেন বেরোবির শিক্ষার্থীরা। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিতে ধরে রাখতে দিনব্যাপী এ  আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।পিঠা উৎসব-১৪২৯ এ শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উদ্দীপনায় ক্যাম্পাস পরিণত হয়েছে এক মিলন মেলায়।

মঙ্গলবার সকাল ১১ টায় পিঠা উৎসব-১৪২৯ উউদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. সরিফা সালোয়া ডিনা। উদ্বোধন শেষে স্টল ঘুরে দেখেন শিক্ষক ও অতিথিরা।অনুষ্ঠানটি সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। পিঠা উৎসব এর পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিশ্ববিদ্যালয়ের মোট ২২ টি বিভাগের স্টল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের হল, বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের স্টল রয়েছে আয়োজনটিতে। 

স্টলগুলো হলো : বাংলা বিভাগ , দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, লোকপ্রশাসন বিভাগ,অর্থনীতি বিভাগ, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ইংরেজি বিভাগ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ,পদার্থবিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান বিভাগ, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ, মার্কেটিং বিভাগ, রসায়ন বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, শহীদ মুখতার ইলাহী হল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতি, নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি, পাবনা জেলা কল্যাণ সমিতি, গুনগুন (একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন) ও সুপ্রভাত সমাজকল্যাণ সংস্থা।

সর্বমোট ৩০ টি স্টলে কয়েকশ পিঠার বাহার সাজিয়েছেন শিক্ষার্থীরা। পিঠা উৎসব উদ্বোধনের পর থেকে স্টলগুলোতে উপচে পড়া ভিড় ও জনসমাগম দেখা যায়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষের আগমন ঘটেছে।

জানা গেছে প্রতিবছর বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করে থাকে বেগম রোকেয়া বিশ্বিবদ্যালয়,রংপুর।তারই ধারাবাহিকতায়  বাঙ্গালীর ঐতিহ্যকে ধরে রাখতেই প্রথমবারের মত দিনব্যাপী এই আয়োজন করেছে।যার ফলে শিক্ষার্থীরও বেশ খুশি ও উচ্ছ্বসিত।

এ বিষয়ে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে এসে এটাই আমাদের প্রথম পিঠা উৎসব, নানানরকম পিঠার সাথে পরিচিত ও স্বাদ নিতে পেরে সত্যিই আনন্দিত বোধ করছি।আমরা চাই আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর এমন আয়োজন হোক।

আয়োজক কমিটির আহ্বায়ক ও অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগে সহযোগী অধ্যাপক  উমর ফারুক বলেন, বাঙ্গালীর ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই আমাদের এ আয়োজন, আশা রাখছি এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশের ঐতিহ্য সম্পর্কে নতুনভাবে উদ্দীপনা জাগবে।

পাঠকের মন্তব্য