মোরেলগঞ্জ সেলিমাবাদ কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

জাতীয় সংসদ সদস্য অ্যাড. মো. আমিরুল আলম মিলন

জাতীয় সংসদ সদস্য অ্যাড. মো. আমিরুল আলম মিলন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ সেলিমাবাদ ডিগ্রি কলেজের উদ্যোগে স্থানীয় এমপি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ নবীন বরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ মাঠে অঅয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অ্যাড. মো. আমিরুল আলম মিলন। 

কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. মো. তাজিনুর রহমান পলাশের সভাপতিত্বে  সম্মানিত অতিথি ছিলেন মিসেস এমপি জান্নাতুল ফেরদৌস লিপি। শুভেচ্ছা বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ নির্মল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড.মো. শাহ-ই-আলম বাচ্চু, জেলা পরিষদ সদস্য এম এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান, থানা অফিসার ইনচার্জ মো.সাইদুর রহমান, দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান মো. শামসুর রহমান।

বক্তৃতা করেন কলেজ পরিচালনা কমিটির সদস্য হাওলাদার আব্দুল কুদ্দুছ, পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  ইউপি চেয়ারম্যান যথাক্রমে আ.আলীম হাওলাদার, ফরিদুল ইসলাম, আ.রাজ্জাক হাওলাদার, মোর্শেদা খানম, মো. আকরামুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরনের সাথে সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি অ্যাড. আমিরুল আলম মিলনকে এবং কলেজের ২০২০ ও ২০২১ সালের উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

পাঠকের মন্তব্য