কলারোয়ায় বিক্রয়কৃত জমি পুনরায় দখল করে নেয়ার অভিযোগ

জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রাম

জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রাম

সাতক্ষীরার কলারোয়ায় ৭৫সালে বিক্রয়কৃত ২২শতক জমি পুনরায় দখল করে নেয়ার অভিযোগ উঠেছে প্রতারক এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে-উপজেলার জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে। 

ইউনিয়ন ভুমি অফিস সূত্রে জানা গেছে-উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মোসলেম আলী গাজী ও নুর ইসলাম গাজী ১৯৭৫সালের ৩মে সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের রাখাল চন্দ্র পরামানিক এর ছেলে শ্রী দাম পরামানিকের কাছে ১৯৭৫সালে তার কাশিয়াডাঙ্গা মৌজার ৭২১নং খতিয়ানে ১৭২৩ ও ১৭৮দাগে ২২শত জমি বিক্রয় করেন। এর পরে শ্রী দাম পরামানিক ওই জমি ফেলে রেখে ভারতে পাড়ি দেয়। আর সেই থেকে ওই বে-অরেশ হিসাবে জমি পড়ে থাকে। কিন্তু এই সুযোগে কাশিয়াডাঙ্গা গ্রামের মোসলেম আলী গাজী ওই জমি দখল করে নেয়। 

এদিকে দীর্ঘ দিন ধরে ওই জমির অরেশ না থাকায় এবং টেক্স ও কর খাজনা না দেয়ায় জমি সরকারি খাতে চলে যাওয়ার কথা কিন্তু গোপনে মোসলেম আলী গাজী কাউকে না জানিয়ে ভোগ দখল করে খাচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

এলাকাবাসীর দাবী ওই জমি সরকারি খাতে নিয়ে ডিসিআর দেয়া হলে সরকারের রাজস্ব আদায় হবে। এদিকে জালালাবাদ ইউনিয়ন ভূমি অফিস সত্যতা স্বীকার করে জানায়- কাশিয়াডাঙ্গা গ্রামের মোসলেম আলী গাজী উক্ত জমি কি ভাবে দখল করে নিয়েছে তার কাগজ পত্র চাওয়া হয়েছে। আগামী রোববার ও সোমবার এর  মধ্যে বিষয়টি জানা যাবে।

   


পাঠকের মন্তব্য