বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু নির্বাচিত 

মোঃ রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীক

মোঃ রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীক

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 

ভোট গ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রের ফলাফলে এ উপনির্বাচনে ৪৩ বছর পর বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতিকের প্রার্থী আব্দুল মান্নান আকন্দ। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বুধবার (১ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই কম ছিল। ওই আসনে উপনির্বাচনে অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল না বলে চলে। তবে কিছু কিছু কেন্দ্রে দু-একজনকে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করতে দেখা গেছে। ফলে বেশীরভাগ কেন্দ্রেই ভোটার শূন্যেয় পরিণত হয়েছিল।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ছিল বেশ ভালো। নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষ হয়।

ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নব-নির্বাচিত সংসদ সদস্য এর সাথে কথা হলে তিনি বলেন, সকলের আন্তরিকতায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দিনভর বগুড়া সদরের মানুষ নৌকা প্রতীকেই ভোট দিয়েছেন। এ কারণে ফলাফলে আমি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পেরেছি। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনী মাঠে কঠোর অবস্থানে থাকায় অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে ৫ জন প্রার্থী ভোটের মাঠে সক্রিয় ছিল।

   


পাঠকের মন্তব্য