ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে জাপার হাফিজ উদ্দীন নির্বাচিত

সাবেক এমপি হাফিজ উদ্দীন আহম্মেদ
ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন জতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দীন আহম্মেদ। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা) পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। ১৪ দলীয় জোট থেকে ওয়ার্কাস পার্টির অধ্যাপক ইয়াসিন আলী (হাতুরী) পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। মেঘলা আবহাওয়া এবং ঠাণ্ডা বাতাসের কারণে সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।
দুপুরের আগে আগে বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। দুপুরের পরে কিছু কিছু কেন্দ্র ফাকা হয়ে যায়। বসে অলস সময় পার করেন ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টরা। এ আসনে ১২৮টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২৪ হাজার ৪৩৯ জন।
প্রতিটি কেন্দ্রে চারজন অস্ত্রধারী পুলিশ, দুইজন মহিলা পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন করার পাশাপাশি সাত প্লাটুন বিজিবি, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন। অসনটিতে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
পাঠকের মন্তব্য