বেরোবিতে শূণ্য আসনে ভর্তির সাক্ষাৎকার

বেরোবিতে শূণ্য আসনে ভর্তির সাক্ষাৎকার

বেরোবিতে শূণ্য আসনে ভর্তির সাক্ষাৎকার

মোজাম্মেল হক হৃদয়, বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবি)তে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তির সাক্ষাৎকার নেয়া হয়। বেরোবিতে ১ হাজার ৩৯৫টি আসনের বিপরীতে ২৯২টি আসন ফাঁকা থাকা সাপেক্ষে আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভর্তির  সাক্ষাৎকার নেওয়া হয়েছে।ভর্তি কমিটির সদস্য -সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য আহবান করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী ইউনিট- এ ১৫৪২ হতে ৫০০০ পর্যন্ত, ইউনিট-বি ৯৪৮ হতে ১৫০০ পর্যন্ত এবং ইউনিট-সি ৯২৬ হতে ১৫০০ পর্যন্ত মেধাক্রমধারীদের সাক্ষাৎকার নেয়ার জন্য ডাকা হয়েছে।

জানা গেছে, বাংলা বিভাগে ৭৫ আসনের ১৬টি, ইংরেজি বিভাগে ৬৫ আসনের তিনটি,  ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে ৭৫ আসনের ২০টি, সমাজবিজ্ঞান বিভাগে ৬৫ আসনের ২০টি, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৬৫ আসনের ৫৩টি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০টির মধ্যে ১৯টি, লোকপ্রশাসন বিভাগে ৬৫ আসনের ছয়টি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৬০টির মধ্যে পাঁচটি, মার্কেটিং বিভাগে ৬০টি আসনের পাঁচটি, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ৬০টির মধ্যে একটি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ৬০টির মধ্যে পাঁচটি, গণিত বিভাগে ৭০টি আসনের ৩৯টি, পরিসংখ্যান বিভাগের ৭০টির মধ্যে ৩৭টি, পদার্থবিজ্ঞান বিভাগের ৭০টির মধ্যে ২২টি, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৬০টির মধ্যে ১৯টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে ৬০টির মধ্যে ফাঁকা রয়েছে ২২টি আসন।

শূণ্য আসনের বিপরীতে বিষয়বরাদ্দসহ তালিকা প্রকাশ করা হবে আজই বিকেল ৫টায়। ভর্তি হতে হবে সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত।ভর্তির সময় ভর্তিসংক্রান্ত সকল কাগজপত্রসহ নিজ বিভাগে গিয়ে ভর্তি হতে হবে।

   


পাঠকের মন্তব্য