ফরিদপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালন

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ

"বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন" এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে নানা আয়োজনে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে।  ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৭ ফেব্রুয়ারি সকাল ১০.০০ টায় বাক্ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গন হতে একটি শোভাযাত্রা বের করা হয়। 

পরে বিদ্যালয় হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। শহর সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক সুজাউদ্দীন রাশেদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী। 

এ সময় ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ) এর নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলাম, বিএফএফ এর নির্বাহী পরিচালক ফজলুল হাদী সাব্বির, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বেলায়েত হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ নূরুল হুদা, সহকারি পরিচালক তাছফিয়া তাসরিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাক্-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কাউছার উদ্দিন। 

বাক প্রতিবন্ধীদের কর্মোপযোগী সক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে ইশারা ভাষার প্রতি গুরুত্ব দিতে, ইশারা ভাষা প্রমিতকরণে একটি ইনস্টিটিউট এবং বাক প্রতিবন্ধী বিদ্যালয়টি আরও আধুনিকায়ন করতে বক্তারা  দাবি জানান। সাধারণ শিক্ষার সাথে তাল মিলিয়ে বাক্ প্রতিবন্ধীরা যাতে এগিয়ে যেতে পারে সে বিষয়ে সরকারের কাছে দাবী জানান বক্তারা। 

আলোচনা সভা শেষে শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে হেয়ার এইড বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। 

   


পাঠকের মন্তব্য