রায়পুরে আগুনে পুড়ে নিঃস্ব ১৫ পরিবার

রায়পুরে আগুনে পুড়ে নিঃস্ব ১৫ পরিবার

রায়পুরে আগুনে পুড়ে নিঃস্ব ১৫ পরিবার

করোনা সংক্রমণ আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধামামা কাটিয়ে ক্ষুধা আর দারিদ্র্যের সাথে যুদ্ধ করে মানুষ বাঁচার চেষ্টায় কাতর,তখনি প্রকৃতির বুকে নেমে আসল এক ক্ষণস্থায়ী দূর্যোগ।যে দূর্যোগে বাড়িঘর হারিয়ে নিঃস্ব প্রায় ১৫ টি পরিবার, বসত বাড়ি পুড়ে করছে তারা গগন বিধারী আর্তনাদ। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। নির্মল পরিবেশ হয়ে উঠেছে হতাশা আর বিষাদময়।

হ্যাঁ, এমনি এক প্রাকৃতিক দূর্যোগের নাম অগ্নিকান্ড। আর এমনি এক ভয়ানক অগ্নিকান্ড ঘটেছে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ মানতি বাড়িতে। আজ বেলা ১২ টার দিকে সেখানে এক অগ্নিকান্ডে ছোটবড় অন্তত ১৫ টি ঘর পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের গৃহস্থলির মালামাল এবং অন্যান্য উপকরন। ক্ষতির পরিমান আনুমানিক ৫০ লক্ষ টাকা। 

খবর পেয়ে লক্ষীপুর হতে এবং রায়পুর হতে ফায়ার সার্ভিসের ৩টি চৌকস দল তাদের সর্বশক্তি নিয়োগ করে। প্রায় ২ ঘন্টার আপ্রান চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

ঐ সময়ে ইলেক্ট্রিসিটি না থাকায় ধারনা করা হচ্ছে গ্যাসের আগুন বা চুল হতে আগুনের উৎপত্তি হয়েছিল। তবে রান্নাঘরে লাকড়ি বা জ্বালানি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশেপাশে থাকা লোকজনের সহায়তায় প্রথমে আগুন নিভানোর কার্যক্রম শুরু করলেও তা ছড়িয়ে পড়ে। পরবর্তিতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

খবর পেয়ে ছুটে যান রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদের শান্তনা দেন। তাছাড়া তাদের কে আর্থিক সহযোগিতারও আশ্বাস দেন। এসময় তার সাথে ছিলেন ৬ নং কেরোয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার শাহ আলম,২নং ওয়ার্ড মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম শিপন মোল্লা।

   


পাঠকের মন্তব্য