ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পাকিস্তান এখন বিপর্যস্ত

শাহবাজ শরিফ

শাহবাজ শরিফ

ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়ে পাকিস্তান এখন বিপর্যস্ত। ডলারের সাথে দেশীয় মুদ্রার বিনিময় হারের বিস্তর ব্যবধান, আকাশছোঁয়া মূল্যস্ফীতিতে পুরোপুরি নাকাল দেশটি। কেন্দ্রীয় ব্যাংকে থাকা মজুদ ডলার দিয়ে দুই সপ্তাহের আমদানি ব্যয়ও মেটানো যাবে না। এ পরিস্থিতিতে বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীসহ ১৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী। খবর এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, ১২ জন পূর্ণ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীসহ বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শাহবাজ শরিফ। যে সব মন্ত্রী তার এ সিদ্ধান্তে সায় দিয়েছেন তারা সবাই শাহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সদস্য।

গত বুধবার বিনা বেতনে কাজ করা সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদন পায়। মূলত পাকিস্তানের অর্থনৈতিক সংকটের কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইসলামাবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকেও ওই সিদ্ধান্তের কথা জানান শেহবাজ শরিফ। বৈঠকে জোটের অন্যতম প্রধান শরিক পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো উপস্থিত ছিলেন। তবে এ সিদ্ধান্তের ব্যাপারে নিজেদের কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।

গত বছরের এপ্রিলে ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর জোট সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন শাহবাজ শরিফ। আগে থেকে ক্রমাবনতির পথে থাকা অর্থনীতি ও ইউক্রেন যুদ্ধের জেরে খুব দ্রুতই বিপর্যয়ের মুখে পড়ে দেশটির আর্থিক খাত। এ পরিস্থিতিতে গত মাসে সরকারি ব্যয় ও বাজেট ঘাটতি কমাতে পাকিস্তানের সরকারি কর্মকমিশনকে নির্দেশ দিয়েছিলেন শেহবাজ। এবার নিজেরাই বেতন ছাড়া কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তার ১৪ জন মন্ত্রী।

   


পাঠকের মন্তব্য