অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরন

মাননীয় সাংসদ এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন

মাননীয় সাংসদ এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন

মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। একজন এগিয়ে আসবে আরেকজনের বিপদে এটাই মানুষের ধর্ম হওয়া দরকার। তাতে মানুষের প্রতি মানুষের যেমন আন্তরিকতা প্রকাশ পায় তেমনি এক জনের প্রতি আরেকজনের হৃদ্ধতাও প্রকাশ পায়।

লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার অন্তর্গত ৬নং কেরোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ মানতি বাড়িতে গত ১৪ই ফেব্রুয়ারি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে নগদ অর্থ এবং টিন প্রদান করেন লক্ষীপুর ২ আসনের মাননীয় সাংসদ এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

আজ বেলা ১১ঃ৩০ মিনিটে এ উপলক্ষ্যে এক সভা আয়োজিত হয়। সভায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে দেড় বান টিন এবং প্রথম ধাপে সাড়ে চার হাজার টাকা করে প্রদান করা হয়।আগামী সোমবার বরাদ্ধকৃত বাকি ৭ হাজার টাকা করে প্রদান করা হবে। বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সবরকমের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তাদের সুযোগ সুবিধা কি দেয়া যায় তার জন্য ইউএনও মহোদয় কে দেখার জন্য অনুরোধ করেন।

উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক তারেক আজিজ জনির সঞ্চালনায় প্রধান অতিথি নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি ছাড়াও বিশেষ অতিথি  হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, জেলা পরিষদ সদস্য মামুন বিন জাকারিয়া, ৬নং কেরোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ফিরোজ আলম, ২ নং ওয়ার্ড মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম শিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ।

অনুষ্ঠান শেষে ভুক্তভোগী পরিবারের মাঝ অর্থের চেক এবং টিন তুলে দেন অতিথিবৃন্দ।

   


পাঠকের মন্তব্য