ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন

আজ ২১ ফ্রেব্রুয়ারি  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। 

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি (২১ ফেব্রুয়ারি) 'অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। 

সারদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আজ মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/২০২৩ ইং এর প্রথম প্রহরে ফুলবাড়ী  উপজেলা পরিষদের  কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও সুমন দাস সহ কর্মকর্তাগণ,বীরমুক্তিযোদ্ধা'র পক্ষে সাবেক কমান্ডার মোঃ মজিবর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুর রহমান সহ ফুলবাড়ী থানা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান শেখ , সহ-সভাপতি সাহাজান আলী বাদশা, ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন , উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান হ্যাভেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মৎস্য লীগ,উপজেলা যুব মহিলা লীগ, উপজেলা জাতীয়পার্টি,জাতীয় যুব সংহতি জাতীয় ছাএ সমাজ,  উপজেলা বিএনপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলার সকল প্রেসক্লাব, উপজেলা সাবরেজিষ্ট্রার ও দলিল লেখক সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,পল্লী বিদ্যুৎ সমিতি, ফুলবাড়ী হোটেল মালিক সমিতি, ফুলবাড়ী উচ্চ বালিকা পাইলট বিদ্যালয়, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের ঢল নামে এবং উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ফুলে ফুলে ছেঁয়ে যায়। এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল বাতেন।

সারাদেশের মানুষ আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

   


পাঠকের মন্তব্য