সমাজ সচেতনতামূলক গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘শেষ কথা’

চিত্রনায়ক জয় চৌধুরী ও নবাগত চিত্রনায়িকা কাজী জারা

চিত্রনায়ক জয় চৌধুরী ও নবাগত চিত্রনায়িকা কাজী জারা

নারী পাচার ও সমাজ সচেতনতা মূলক গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘শেষ কথা’। বাস্তবধর্মী এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন এ প্রজন্মের চিত্রনায়ক জয় চৌধুরী ও নবাগত চিত্রনায়িকা কাজী জারা।  

গ্রামীণ আবহের সিনেমাটি গত বুধবার (৮ ফেব্রুয়ারি) মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়েছে। একটানা কাজ করে শেষ হবে চিত্রায়ণ। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করছেন মোহাম্মদ ইসলাম। 

১৮ তম চলচ্চিত্র প্রসঙ্গে জয় বলেন, একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি একেবারে ভিন্ন ঘরানার সিনেমা। বাণিজ্যিক ও অফ ট্র্যাকের গল্প। এ সিনেমায় কিছু বার্তা আছে। বিনোদনের পাশাপাশি দর্শক বার্তা পাবে। সবকিছু মিলিয়ে সিনেমাটি দর্শকদের পছন্দ হবে। 

প্রথমবার চলচ্চিত্রে নাম লেখিয়ে জারা বলেন, সুন্দর একটি মৌলিক গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমাটির গল্প শোনার পর চিন্তা করলাম এটি করা উচিত। এ ধরনের গল্পের জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম। শুরুতেই একটি ভালো গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে। 

পরিচালক মোহাম্মদ ইসলাম বলেন, এই সিনেমায় মানুষকে খারাপ থেকে ভালো হওয়ার জন্য পথ দেখাবে। সমাজে ভালো মানুষ তৈরি করবে। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। 

‘শেষ কথা’র আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুরে শুটিং হবে। ঢাকায় হবে আরও পাঁচ দিন। এরপর কক্সবাজার ও সিলেটে গানের শুটিং হবে। এতে আরো অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রিনা খান, রেবেকা, বড়দা মিঠু প্রমুখ। 

সচেতন ফিল্মসের ব্যানারে সিনেমার গানে সুর ও সঙ্গীত পরিচালনা করবেন অমিত চ্যাটার্জি ও ফিরোজ প্লাবন। গান লিখেছেন সুদীপ কুমার দীপ ও মুকুল নেত্রবাদী। গানগুলোতে কণ্ঠ দেবেন সালমা, মনির খান, বেলি আফরোজ ও ভারতের অশোক সিং।

   


পাঠকের মন্তব্য