প্রথমবার টিভি নাটকে জাদু শিল্পী রাশেদ শিকদার 

জাদু শিল্পী রাশেদ শিকদার

জাদু শিল্পী রাশেদ শিকদার

জাদু শিল্পী রাশেদ শিকদার প্রথমবারের মত হাজির হচ্ছেন টিভি নাটকে। জাদু শিল্পীর পাশাপাশি ব্রিটিশ কমেডিয়ান মি: বিন এর অবিকল চরিত্র ধারণ করায় বেশ জনপ্রিয় অর্জন করেন এই জাদুশিল্পী। 

রাশেদ শিকদার টেলিভিশনের পর্দায় পুরাতন মুখ হলেও নাটকের মাধ্যমে নতুনভাবে ভিন্ন গল্পে হাজির হচ্ছেন তিনি। দেশের বর্তমান শিল্প চর্চা, শিল্পী নির্বাচন, শিল্পের প্রকৃত অবস্থান থেকে সরে ভিন্ন উপায়ে পরিচিতি লাভসহ বেশকিছু সচেতন বার্তার এই নাটকটি নির্মাণ করেছেন শাহরুখ হোসেন। 

নাটকটি নিয়ে শাহরুখ বলেন, মূলত এটি একটি হাস্যরসাত্মক মূলক গল্প। গল্পটির মূলভাব হল বর্তমানে আমাদের দেশের বেশির ভাগ মানুষ ব্রান্ডের প্রতি আসক্ত। অনেক ক্ষেত্রে আর্ট এর চেয়ে আর্টিস্ট এর প্রতি আমাদের নজর বেশি। যার বাস্তবতা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। 

রাশেদ শিকদার বলেন, টিভি নাটকে এটি আমার প্রথম কাজ। আর প্রথম কাজের প্রতি আলাদা একটি ভাল লাগা কাজ করে। সেই জায়গা থেকে আমার খুবই ভালো লেগেছে এবং আমার মনে হয় শুধু আমি না, সকল দর্শকদের ভালো লাগবে।শাহরুখ ভাই নাটকটি অসাধারণভাবে নির্মাণ করেছেন। আর যদি গল্পের কথা বলি তবে গল্পটাই দর্শকদের দেখতে বাধ্য করবে। অসাধারণ একটি গল্পে কাজ করে বেশ আনন্দিত আমি। 

উল্লেখ্য, ‘ফ্যাক্টর থ্রি সল্যুশন’র প্রযোজনায়, মেহেদী হাসান রাজুর চিত্রগ্রহণেএ বং শাহরুখ হোসেনের গল্প ও পরিচালনায় ‘ডুপ্লিকেট’ নাটকটিতে রাশেদ শিকদার ছাড়া আরো অভিনয় করেছেন- আশিক খান চৌধুরী, রিয়া বর্মন, রূপম ঝুমুরিয়া প্রমুখ। আগামীকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৮টায় চ্যানেল নাইনে এবং পরবর্তীতে এফ থ্রি এন্টারটেইনমেন্টস ইউটিউব চ্যানেল এ নাটকটি দেখা যাবে।

   


পাঠকের মন্তব্য