ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফরিদপুরে ৪৮০০ (চার হাজার আটশত) পিস ইয়াবা ট্যবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের একটি গ্রামে অভিযান চালিয়ে এই ভয়ঙ্কর মাদক ইয়াবা ও এই ব্যবসায় জড়িত দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হ
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন জানান, গেয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধোপকান্দি গ্রামে জান্নাতুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে ধোপাকান্দি গ্রামের জাফর আলী শেখ এর ছেলে জান্নাতুল ইসলাম (২০) এবং গেরদা ইউনিয়নের বাখুন্ডা গ্রামের এর মোঃ মোশারফ মিয়ার ছেলে সাকির হোসেন সুমন কে ধোপাকান্দি গ্রামে জান্নাতুল ইসালমের বাড়ি থেকে উল্লেখিত পরিমান ইয়াবা উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।
এ সময় জান্নাতুল ইসলামের নিকট থেকে ২৩০০ (দুই হাজার তিনশত) পিস এবং সাকির হোসেন সুমন এর নিকট থেকে ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস মোট ৪৮০০ (চার হাজার আটশত) পিস ইয়ারা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাকির হোসেনকে তার দুই সহযোগীসহ গত ২০২২ সালের নভেম্বর মাসে ৪৫০০ (চার হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। ফেব্রুয়ারি মাসে জামিতে মুক্তি পেয়ে সাকির পুনরায় ইয়াবা ব্যবসা শুরু করে। আসামীদ্বয় পরস্পরের যোগসাজসে মাদক ব্যবসা করে আসছিল। তারা চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা এনে এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় কোতেয়ালি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এ ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।
পাঠকের মন্তব্য