কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সেলিম মিয়াকে বিভিন্ন মহলের অভিনন্দন 

এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া

এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া

জামালপুরের কৃতি সন্তান, সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। যুবদলের কেন্দ্রীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়াকে অভিনন্দন জানিয়েছেন জামালপুরের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা। দলের বাইরেও বিভিন্ন শ্রণি পেশার মানুষ তাকে অভিনন্দন জানান। 

মোহাম্মদ সেলিম মিয়া  বর্তমানে 'ল' ফার্ম  প্রতিষ্ঠা করে দলের রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহনের পাশাপাশি বাংলাদেশ সুপ্রীম কোর্টে এডভোকেট হিসাবে বিভিন্ন রাজনৈতিক মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নির্যাতিত নেতা কর্মীদের আইনি সেবা দিয়ে দলের নেতা-কর্মীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বিশেষ করে তাঁর নিজ জেলা জামালপুরের নেতা-কর্মীদের জন্য নিবেদিত প্রাণ হিসেবে পরিচিতি পেয়েছেন। জামালপুরের কৃতি সন্তান সেলিম মিয়া শুধু দল না তিনি অসহায় মানুষকে আইনী সহায়তা দিয়ে মানবিক আইনজীবী হিসেবেও পরিচিতি পেয়েছেন।

করপোরেট আইনজীবী হিসাবেও মোহাম্মদ সেলিম মিয়ার বিশেষ খ্যাতি আছে।  তিনি ১৮ টি ব্যাংক, ১ টি সনামধন্য এনজিও ও মাল্টিন্যাশনাল কোম্পানির প্যানেল আইনজীবী হিসাবে কাজ করে যাচ্ছেন।

তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার মোজাআটা গ্রামের মরহুম মোহাম্মদ সিরাজুল ইসলাম ওরফে চান মাস্টারের ছোট ছেলে।

   


পাঠকের মন্তব্য