জামালপুর স্টেশন সহকারী মাস্টারের আচরণে অতিষ্ঠ যাত্রীরা 

স্টেশনে সহকারী মাস্টার মাসুমা আক্তার

স্টেশনে সহকারী মাস্টার মাসুমা আক্তার

জামালপুর রেলওয়ে স্টেশনে সহকারী মাস্টার মাসুমা আক্তার এর রাগান্বিত অসৎচরণে অতিষ্ঠ জামালপুর রেলস্টেশনের যাতায়াত যাত্রীরা।

একাধিক যাত্রীদের কাছ থেকে জানা যায়, ট্রেনের সময়সূচি, রেলের বিভিন্ন সুযোগ সুবিধা, রেল সংক্রান্ত যেকোনো বিষয়ে তার সাথে কথা বলতে গেলে তিনি প্রায় প্রতিটি যাত্রীর সাথে খারাপ আচরণ করেন।যা নিয়ে ব্যাপক খুব যাত্রীদের মাঝে। 

স্টেশনে বসে ট্রেন আসা-যাওয়াসহ নানা বিষয় নিয়ন্ত্রণের দায়িত্ব তার থাকলেও তিনি তা সঠিকভাবে পালন করেন না বলে অভিযোগ পাওয়া যায়।

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে মাসুমার বাড়ি। ২০১৯ সালে সহকারী স্টেশনমাস্টার হিসেবে চাকরিতে যোগদান করেন। তার স্বামীর নাম আজিম উদ্দিন। আড়াই বছর ধরে তিনি জামালপুর রেল স্টেশনে কর্মরত। এই আড়াই বছরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যাত্রীদের কাছে। 

সরকারি স্টেশন মাস্টারের দায়িত্ব হল 'স্টেশনে এসে ট্রেন অপারেশন 'সিগন্যাল মেনটেইন,পাস থ্রো সিগনাল দেওয়া, যাত্রীদের ট্রেন আসা-যাওয়ার তথ্য দেওয়া, লাইনে চলাচল করার ট্রেন কখন কোথায় আছে  সেই তথ্য দেওয়া যার একটি কাজও তিনি সঠিকভাবে পালন করেন না। 

সাধারণ যাএীরা এই সহকারী স্টেশন মাস্টার মাসুমা আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে। 

 

   


পাঠকের মন্তব্য