লালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী

লালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী

লালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী

নাটোরের লালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী মেলা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ দপ্তর ও  ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। 

লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী এর শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাতি আফতাব হোসেন ঝুলফু, প্রাণীসম্পাদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার সরকার, প্রাণীসম্পাদ সম্প্রসারণ কর্মকর্তা রনি ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। 

মেলায় ৪২টি স্টলে বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল-ভেড়া, কবুতর, খরগোশ, পাখি, হাঁস-মুরগীসহ গৃহপালিত পশু পাখি প্রদর্শণ করা হয়। প্রদর্শনী শেষে ৩ জন খামারীকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়ও অন্যান্য খামারিদের মধ্যে নগদ অর্থ দেওয়া হয়।

   


পাঠকের মন্তব্য