গোয়ালন্দে ভলিবল টুর্নামেন্টের সেমিফাইনালে সোনালী অতীত ক্লাব  

রনি খান স্মৃতি সংঘ ভলিবল টুর্নামেন্ট

রনি খান স্মৃতি সংঘ ভলিবল টুর্নামেন্ট

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় রনি খান স্মৃতি সংঘ ভলিবল টুর্নামেন্টের সেমিফাইনালে সোনালী অতীত ক্লাব উত্তীর্ণ হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি রবিবার বিকেলে দৌলতদিয়া ১নং ফেরিঘাট রনি চত্বরে ১২ দলের অংশগ্রহণে দৌলতদিয়া রোমান একাদশ ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা মটরচালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  টুর্নামেন্টেটি উদ্বোধন করেন।

২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪ টায় টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় সোনালী অতীত ক্লাব, দৌলতদিয়া বন্ধু একাদশ ক্লাবকে ২-০ সেটে পরাজিত করে সোনা সেমিফাইনালে উত্তীর্ণ হয়। খেলায় সোনালী অতীত ক্লাবের অধিনায়ক মজিবুর রহমান খান জুয়েল সেরা নৈপুণ্য প্রদর্শন করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন।

খেলা সম্পর্কে সোনালী অতীত ক্লাবে অন‍্যতম খেলোয়াড় মজিবুর জুয়েল, জুলফিকার আলী, মো. সাজ্জাদ হোসেন বলেন, আমরা অনেক আগেই নিয়মিত খেলাধুলা থেকে অবসর নিয়েছি তবে এপ্রজন্মের তরুণ খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে মাঠে নেমেছি। তারপরেও আমাদের দল ভালো খেলে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। চেষ্টা করবো দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে।

   


পাঠকের মন্তব্য