ভূমিকম্পে কেঁপে উঠল কক্সবাজার টেকনাফ উপজেলা 

 আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার

ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ উপজেলা। আজ শনিবার বিকাল ৪টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির  খবর পাওয়া যায়নি। এই কম্পনের ফলে টেকনাফের একটি সরকারি অফিসে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসের ফাটলের একটি ছবি ফেসবুকে আপলোড করেছেন।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘বিকালে ভূ-কম্পন অনুভূত হওয়ায় তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যাই। পরে এসে দেখি অফিসের কয়েকটি জায়গায় ছোট ফাটলগুলো বড় করে দেখা দিয়েছে। তিন তলাবিশিষ্ট ভবন হওয়ায় দ্রুত বের হয়ে পড়ি। পরে এসে দেখি, ছোট ছোট ফাইলগুলো বড়  হয়ে গেছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, অফিসিয়ালভাবে তাকে অবগত করা হয়নি বিধায় তার জানা নেই। তিনি আরও বলেন, উপজেলায় বেশ কিছু পরিত্যক্ত ভবন রয়েছে, সেখানে কোনো লোকজন থাকেন না। ওসব ভবনেও কিছু হয়নি। পাশাপাশি উপজেলার কোথাও ক্ষয়ক্ষতি হয়নি। 

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, ‘মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূ-কম্পনটির উৎপত্তি হয়।’

তিনি আরও জানান, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।’

   


পাঠকের মন্তব্য