বন্ধুত্ব থেকে বিরোধ; সাকিব-তামিম দ্বন্দ্বের অন্তত দুই বছর ! 

সাকিব আল হাসান এবং তামিম ইকবাল

সাকিব আল হাসান এবং তামিম ইকবাল

বাংলাদেশের দুই সুপারস্টার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে বিরোধের খবর এখন প্রকাশ্য। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। সাকিব-তামিম অন্তত দুই বছর ধরে একে অন্যের সঙ্গে কথা বলেন না। পাপন এবং বোর্ড পরিচালকেরা একাধিকবার দুজনের মিটমাট করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। 

আজ রবিবার ইংল্যান্ড সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিবের সঙ্গে বিরোধের কথা স্বীকার করে নিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

সাকিব-তামিমের দ্বন্দ্বের পেছনে ব্যক্তিগত এবং পেশাগত কিছু কারণ শোনা যায়। আজ সংবাদ সম্মেলনে তামিমের কাছে জানতে চাওয়া হলো সাকিবের সঙ্গে বিরোধের কারণ। জবাবে বেশ কৌশলে ঘটনা স্বীকার করলেন তামিম, 'আমার কাছে যেটা মনে হয়, গুরুত্বপূর্ণ জিনিসটা কী? গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আমি আর সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরি, মাঠে যখন নামি, আমি আমার সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। যখন আমি অধিনায়ক, তখন তার কাছে সাজেশন চাইলে সে সহযোগিতা করে। আবার সে যখন অধিনায়ক, তখন আমার কাছে সাজেশন চাইলে আমি হেল্প করি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর বাইরে কিছুই না।'

বিভিন্ন সূত্রে জানা গেছে, সাকিব-তামিমের মাঝে মিটমাট করে দিতে বিসিবি কর্তারা একাধিকবার মিটিং করেছেন। সেইসব মিটিংয়ে তামিম ইতিবাচক থাকলেও সাকিব গো ধরে বসে ছিলেন। তিনি তামিমের সঙ্গে মিটমাট করতে রাজি ছিলেন না। এজন্যই দুই সুপারস্টারের সম্পর্ক এখনো আদায়-কাঁচকলায়। সংবাদ সম্মেলনে তামিমকে প্রশ্ন করা হয়, সাকিবের সঙ্গে মিটমাট সম্ভব কিনা ? জবাবে আজও ইতিবাচক কথাই বলেন তামিম, 'সবকিছুই সম্ভব। এভরিথিং ইজ পসিবল। যা কিছুই হয়েছে দুজনের মধ্যেই হয়েছে। সে (সাকিব) দলের খুবই গুরুত্বপূর্ণ একজন।'

   


পাঠকের মন্তব্য