রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রশাসনিক সভা অনুষ্ঠিত

পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম-বার, পিপিএম

পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম-বার, পিপিএম

২৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. সোমবার সকাল ১০:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম-বার, পিপিএম মহোদয়।

উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)  মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি/সদরদপ্তর ও প্রশাসন অতিরিক্ত দায়িত্বে) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, উপপুলিশ কমিশনার (ইএন্ডডি)  মোঃ আবু সাইম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ ও সকল থানার অফিসার ইনর্চাজগণসহ অন্যান্য অফিসারবৃন্দ। 

সভার শুরুতেই পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। অতঃপর রংপুর মহানগরী এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং এ সংক্রান্তে রংপুর মেট্রোপলিটন পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনার নিমিত্তে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সকল বিভাগের কার্যক্রমসমূহ তুলে ধরা হয়। 

প্রথমেই নগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা প্রদানে আরপিএমপির গৃহীত কার্যক্রম, সফলতা ও ব্যর্থতার পরিসংখ্যান উপস্থাপন করা হয়। এ সময় কমিশনার মহোদয় চুরি, ছিনতাই তথা ক্রাইম এগেইন্সট প্রপার্টি'র বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, মুলতবি মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি, মুলতবি জিআর/সিআর/সাজা ওয়ারেন্টসমুহ নিষ্পত্তির হার বাড়িয়ে সঙ্গতিপূর্ণ অবস্থায় নিয়ে আসাসহ বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। 

সভায় সিটিএসবি, ট্রাফিক বিভাগ ও গোয়েন্দা বিভাগের বিগত মাসসমূহে সম্পাদিত কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরা হয়। 

আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত আলোচনা শেষে সভায় সকলের মতামত প্রদানের জন্য ফ্লোর উন্মুক্ত করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

   


পাঠকের মন্তব্য