রায়পুরে বিদ্যুতের আগুনে পুড়ল ব্যবসায়ীর স্বপ্ন

রায়পুরে বিদ্যুতের আগুনে পুড়ল ব্যবসায়ীর স্বপ্ন

রায়পুরে বিদ্যুতের আগুনে পুড়ল ব্যবসায়ীর স্বপ্ন

মানুষ তার স্বপ্নের সমান বড়। তাদের কেউ স্বপ্ন বুনে বিদেশ যায়, কেউ চাকুরী করে, কেউ ব্যবসা আবার কেউবা খামার। তাদের স্বন বুনতে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। কিন্তু সেই স্বপ্ন যদি পুড়ে যায় রাতের আঁধারে আজানা এক দুর্ঘটনায়,তাকে দুর্ভাগ্য ছাড়া আর কি বলা যায়। 

যেন থামছেই না দূর্ঘটনা,থামছে না মানুষের দুর্দশা। প্রতিদিনই হচ্ছে ক্ষতিগ্রস্ত, বাড়ছে হতাশা। তবে প্রকৃতির নিয়মের উর্ধে কেউই নয়।

বাড়ি পুড়ে যাওয়া অগ্নিকান্ডের রেশ কাটতে না কাটতে আবার ঘটলো অগ্নিকান্ড। লক্ষীপুর জেলার রায়পুর থানার অন্তর্গত ৬ নং কেরোয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ রিয়াজুদ্দিন পাটওয়ারী সংলগ্ন এক দোকানে অগ্নিকান্ড ঘটে।অগ্নিকান্ডে পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ধারনা করা হচ্ছে রাতে ইলেক্ট্রিসিটির সার্কিট হতে অগ্নিকান্ডের সূচনা।

ভুক্তভোগীর বয়ান মতে গতরাতে আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায়। এরপর সকালে এসে দোকানের বিভৎস দৃশ্য দেখে। তার দোকানের অবকাঠামো পুরোটাই আগুনে পুড়ে গেছে, সাথে দোকানের মালপত্রও। আনুমানিক তার ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা।

বারবার এমন অগ্নিকান্ডে এলাকাবাসী যেমন আতঙ্কিত, তেমনি ক্ষয় ক্ষতির কথা ভেবে ভীত সন্ত্রস্তও। এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যুৎ ব্যবহারে সাবধান হওয়ার পরামর্শ দেন। একই সাথে ব্যবহৃত স্থান ত্যাগের পূর্বে সুইচ বা বর্তনী পরীক্ষা করার পরামর্শও প্রদান করেন।

   


পাঠকের মন্তব্য