কাশিগন্জ বাজারে ফাল্গুনে হাটু পানিঃ চলাচলে দূর্ভোগ

কাশিগন্জ বাজারে ফাল্গুনে হাটু পানিঃ চলাচলে দূর্ভোগ

কাশিগন্জ বাজারে ফাল্গুনে হাটু পানিঃ চলাচলে দূর্ভোগ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বৃহৎ বাজার কাশিগঞ্জে প্রধান সড়কে হাঁটু পানি জমে থাকা ক্রেতা বিক্রেতা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ড্রেনের উপর পাটাথনের উপর দিয়ে যাতায়াত করছে।

সরেজমিন ঘুরে দেখাগেছ,ময়মনসিংহ নেত্রকোনা সড়কে কাশিগঞ্জ বাজার হইতে অম্বিকাগঞ্জ এলজিইডি পাকা সড়কের শুরুতে কাশিগঞ্জ  বাজারে প্রায় ২০০ মি. সড়কে পানি জমে পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসী জানায়, এই ২০০ মি. রাস্তা নিচু থাকায় বাজারের ময়লা পানি জমে থাকে। ওই সড়কের দুই পাশে অপরিকল্পিত ভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি নির্মাণ করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এখানে পানি নিষ্কাশন লাঘবের জন্য  ড্রেনেজ ব্যবস্থা জরুরি প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র জানতে চাইলে তিনি বলেন, একটি প্রকল্প গ্রহন করে নির্মাণ কাজ চলছে। কাজ শেষ হলেই জলবদ্ধতা দুর হবে।

   


পাঠকের মন্তব্য