লাকী ইনাম বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রধান উপদেষ্টা নির্বাচিত

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা লাকী ইনাম

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা লাকী ইনাম

জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা লাকী ইনাম। তিনি ইকবাল সোবহান চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। ইকবাল সোবহান চৌধুরী ২২ বছর প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

৮ম জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল সভা কার্যকরী কমিটির সভাপতি মিয়া মনসফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নব গঠিত কমিটির অর্ধ শতাধিক নেতৃবৃন্দ সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। কমিটির পরিচালক মহীউদ্দিন মানু নতুন প্রধান উপদেষ্টা হিসেবে লাকী ইনামের নাম প্রস্তাব করেন। সভায় উপস্থিত সকল সদস্য ২০২৩-২০২৫ মেয়াদের জন্য লাকী ইনামকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করার পক্ষে মত প্রকাশ করেন। সকল সদস্যের সমর্থনে লাকী ইনাম বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রধান উপদেষ্টা নির্বাচিত হন। 

উল্লেখ্য, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টাদের মধ্য থেকে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়ে থাকেন। ইতিপূর্বে প্রধান উপদেষ্টা হিসেবে যাঁরা দায়িত্ব পালন করেছেন তাঁরা হলেন এম আনিসুজ্জামান, আলহাজ্ব মোঃ জহিরুল হক, মুস্তাফা সারওয়ার ও ইকবাল সোবহান চৌধুরী।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টাদের মধ্যে যারা ছিলেন তাঁরা হলেন- 

সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন (প্রয়াত), বিচারপতিকে এম সোবহান (প্রয়াত) ড. নীলিমা ইব্রাহিম (প্রয়াত), কবি শামসুর রাহমান (প্রয়াত), এম আনিসুজ্জামান (প্রয়াত), ড. মযহারুল ইসলাম (প্রয়াত), কলিম শরাফী (প্রয়াত), আবদুল গাফফার চৌধুরী (প্রয়াত), সন্তোষ গুপ্ত (প্রয়াত), মহাদেব সাহা, কবি রফিক আজাদ (প্রয়াত), হাবিবুর রহমান মিলন (প্রয়াত), কবি আসাদ চৌধুরী, কবি শামসুল ইসলাম (প্রয়াত),  রাহাত খান (প্রয়াত), ড. ইনামুল হক (প্রয়াত), মুস্তাফা সাওয়ার (প্রয়াত), ইকবাল সোবহান চৌধুরী, সারাহ বেগম কবরী (প্রয়াত), লাকী ইনাম, আলহাজ্ব মোঃ জহিরুল হক (প্রয়াত), এম এ গণি (প্রয়াত), খ ম হারূন, জহীর কাজী, মসউদ উশ শহীদ ও সেলিম নজরুল হক। 

প্রতিষ্ঠাতা উপদেষ্টাদের মধ্যে অনেকে ইতিমধ্যে প্রয়াত হয়েছেন বিধায় খুব শীঘ্রই উপদেষ্টা মন্ডলীর কলেবর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। 

   


পাঠকের মন্তব্য