টেকনাফে আইস ও ইয়াবাসহ কারবারী আটক; নৌকা জব্দ

টেকনাফে আইস ও ইয়াবাসহ কারবারী আটক; নৌকা জব্দ

টেকনাফে আইস ও ইয়াবাসহ কারবারী আটক; নৌকা জব্দ

টেকনাফের জাদিমোড়া সীমান্তে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে চোরাইপণ্য বোঝাই কাঠের নৌকা জব্দ এবং আইস ও ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার (বিজিবিএম) জানান, গতকাল ২৮ফেব্রুয়ারী দুপুর সোয়া ২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ একটি টহল দল জাদিমোড়া শরণার্থী ক্যাম্প সংলগ্ন জনৈক জসিমের বাড়ির সামনে কেওড়া বনে লুকায়িত রাখার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় একজন মানুষ নৌকা হতে কয়েকটি বস্তা লুকানোর চেষ্টা করতে দেখা যায়। তখন বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে নৌকার পাশে গিয়ে তাকে আটকের চেষ্টা করলে রামদা নিয়ে বিজিবির উপর হামলার চেষ্টা করলে টহল দলের সকলে মিলে মাদক কারবারী হ্নীলা মোচনী পাড়ার নবী আহমদের পুত্র তাহের রহমান (২৪) কে আটক করে। 

পরে নৌকাটি জব্দ করে ৩৫০ প্যাকেট রীচ কফি, ২০ প্যাকেট রয়েল টি ও ১টি রামদা জব্দ করে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর তার স্বীকারোক্তিতে ঘটনাস্থলের কেওড়া গাছের গোড়ায় অভিনব কায়দায় লুকানো অবস্থা হতে ১.৩১৩ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত চোরাইপণ্য ও কাঠের নৌকা টেকনাফ শুল্ক ষ্টেশনে জমা করতঃ আইস, ইয়াবা ও রামদাসহ আটক মাদক পাচারকারীকে নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হোয়াইক্যংয়ের ঊলুবনিয়া, বালুখালী পাড়া, মাঝের পাড়া, কুতুবদিয়া পাড়া, কাঞ্জর পাড়া, নয়াপাড়া, ঝিমংখালী, মিনা বাজার, নয়াবাজার, খারাংখালী, হ্নীলা মৌলভী বাজার, নাটমোরা পাড়া-চৌধুরী পাড়া, দক্ষিণ আলীখালী, লেদা লামার পাড়া, মোচনী পাড়া, নয়াপাড়া, জাদিমোড়া, উমরখাল, দমদমিয়া, টেকনাফের বরইতলী, কায়ুকখালী পাড়া, দক্ষিণ জালিয়া পাড়া, নাজির পাড়া-মৌলভী পাড়া, সাবরাং সিকদার পাড়া, নোয়াপাড়া, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়াসহ বিভিন্ন পয়েন্টে কতিপয় প্রভাবশালী ও রাঘব-বোয়ালদের ছত্রছায়ায় এখনো মানব পাচারকারী, চোরাচালানী ও মাদক কারবারী সিন্ডিকেট কৌশলে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবী উঠেছে।

   


পাঠকের মন্তব্য