নন্দীগ্রামে জাতীয় ভোটার দিবস পালিত

নন্দীগ্রামে জাতীয় ভোটার দিবস পালিত

নন্দীগ্রামে জাতীয় ভোটার দিবস পালিত

‘ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। 

র‌্যালীটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রায়হানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি একেএম ফজলুল হক প্রমুখ। পরে স্মার্ট কার্ড বিতরণ ও নতুন ভোটার রেজিস্ট্রেশন করা হয়।  

   


পাঠকের মন্তব্য