বেরোবিতে মাইগ্রেশন বিড়ম্বনায় প্রথমবর্ষের শিক্ষার্থীরা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের গণবিজ্ঞপ্তি দিয়ে চুড়ান্ত ভর্তির পর বিষয় মাইগ্রেশন নিয়ে দেখা গেছে ভিন্নতা। এতে গণবিজ্ঞপ্তিতে ভর্তি হওয়া ২য় ও ৩য় মেধাতালিকায় বিষয় পাওয়া শিক্ষার্থীরা পড়ছেন বিড়ম্বনায়।

জানা গেছে,বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি মাইগ্রেশন প্রকাশ করে কর্তৃপক্ষ। মাইগ্রেশনে দেখা যায়, ভর্তিকৃত শিক্ষার্থীরা পছন্দক্রম অনুযায়ী যে বিষয়ে ভর্তি হয়েছিল তার উপরের বিষয় না পেয়ে বরং পছন্দক্রমের নিচে থাকা বিষয়গুলো পেয়েছে।এর ফলে বিষয় নিয়ে তাদের মধ্যে ভোগান্তি ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তারা বলছেন, মাইগ্রেশনের নিয়ম অনুযায়ী মাইগ্রেশন হলে পছন্দক্রমের মধ্যে উপরের বিষয়গুলো আসার কথা কিন্তু এমনটি হয়নি বরং এই নিয়মের ব্যত্যয় ঘটেছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, ৭ তারিখে সর্বশেষ মেধাতালিকায় প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয় এবং ভর্তিকৃত সকল শিক্ষার্থীরা নিজ নিজ বিষয়ে পুরো মাসব্যাপী ক্লাস করে এবং বিষয়ভিত্তিক বইও কিনে ফেলে।কিন্তু প্রায় একমাস পরে এসে সর্বশেষ মাইগ্রেশনে তাদের বিষয় পরিবর্তন হওয়ায় তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে এবং তারা বিড়ম্বনায় পড়েছে।তাছাড়া পছন্দক্রম অনুযায়ী উপরের বিষয় না এসে নিচের বিষয় আসায় তাদের ক্ষোভ বেড়েছে।

এ বিষয়ে সদ্যভর্তি হওয়া শিক্ষার্থী ফারহান তানভির বলে,পছন্দক্রমে আমরা পছন্দের বিষয়গুলো উপরে রেখেছিলাম।পূর্বে বিষয় পেয়েছিলাম পছন্দক্রমের ৪ নাম্বার  কিন্তু মাইগ্রেশনে এসেছে ২১ নাম্বাবের বিষয়। মাইগ্রেশনে উপরের বিষয় না এসে নিচে থাকা বিষয় আসলো কিভাবে এটা সত্যিই হতাশাজনক।

পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনে বিষয় না পাওয়ায় হতাশ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিকুর রহমান শুভ লিখেন,এত আশা নিয়ে ভর্তির পরে এভাবে নিরাশ হতে হবে ভাবি নাই।মাইগ্রেশনের নামে এভাবে পদার্থবিজ্ঞান থেকে সমাজবিজ্ঞানে চলে যাব ভাবতে পারি নাই।

এ বিষয়ে সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক ড. মোঃ মিজানুর রহমান বলেন, প্রথম কয়েকটি মেধাতালিকায় প্রকাশিত তালিকা অনুযায়ী ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাইগ্রেশনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেনি। গণবিজ্ঞপ্তিতে ভর্তি হওয়া ২য় ও ৩য় মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদেরক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। গণবিজ্ঞপ্তিতে ভর্তি নেয়ার সময় তাদের এমন শর্ত নিয়েই ভর্তি করানো হয়েছে কেননা অনেক শিক্ষার্থী মেধাতালিকায় উপরে তাই তাদের বিষয় সামঞ্জস্যতা রাখতেই এভাবে মাইগ্রেশন করা হয়েছে।

   


পাঠকের মন্তব্য