হালুয়াঘাটে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী আব্দুল হামিদ

হালুয়াঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ

হালুয়াঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে মেয়র প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হালুয়াঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ

গত ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে মোবাইল ফোন প্রতীক নিয়ে র্নিবাচনী মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। বিএনপি’র অনেক নেতাকর্মী কেন্দ্রীয় ও স্থানীয় নির্দেশ অমান্য করে পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন। উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি স্বতন্ত্র প্রার্থী নাদিম আহমেদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন।

তারা বলছেন, আগে জনগণ তারপর দল। আবার কেউ কেউ বলছেন, দলের অঘোষিত নির্দেশনা আছে বলেই তারা ভোটে যাচ্ছেন। এতে নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। পৌর নির্বাচনে অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্ধ মোবাইল ফোন প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, পৌরসভা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ মেয়র প্রার্থী হওয়ার বিষয়টি প্রার্থী নিজেই তাকে অবগত করেছেন। শিঘ্রই পদত্যাগ পত্র জমা দিবেন বলে কথা বলেছেন,অন্যথায় দল থেকে তাকে বহিস্কার করা হবে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ মেয়র পদে হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে অংশ গ্রহন করছেন এই বিষয়ে তিনি অবগত নন। প্রতিবেদককে বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আহ্বায়ক সাহেবের সাথে কথা বলে দলীয় বিধি মোতাবেক প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে মোবাইল ফোন প্রতীকের প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দুল হামিদ এর ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সাল্হে প্রিন্স এর ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার ফোন করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

   


পাঠকের মন্তব্য