পাইকগাছা আবাসন প্রকল্পের হত দরিদ্রকে ইঞ্জিন ভ্যান প্রদান 

পাইকগাছা আবাসন প্রকল্পের হত দরিদ্রকে ইঞ্জিন ভ্যান প্রদান 

পাইকগাছা আবাসন প্রকল্পের হত দরিদ্রকে ইঞ্জিন ভ্যান প্রদান 

পাইকগাছা স্বেচ্ছায় সঞ্চয় বিনিয়োগ ও আবাসন প্রকল্পে ৩ জন হত দরিদ্রকে সাবলম্বী করতে বিনামূল্যে ৩টি ব্যাটারী চালিত ইঞ্জিন ভ্যান দিয়ে সহায়তা করা হয়েছে। শুক্রবার দুপুরে স্বেচ্ছায় সঞ্চয় বিনিয়োগ ও আবাসন প্রকল্পের বার্ষীক সাধারণ সভা ও বনভোজন শেষে তাদেরকে এ ভ্যান গুলো দেয়া হয়। 

তারা হলেন গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আলিম সরদারের ছেলে হত দরিদ্র রাসেল সরদার, একই এলাকার ইছার সরদারেরর ছেলে রোকন সরদার ও পৌরসভার বাতিখালী গ্রামের ইনামুল হকের ছেলে ফারুক হোসেন। 

ভ্যান দেয়ার সময় ষোলআনা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোর্তা জামান আলমগীর রুলু, সাবেক সম্পাদক শেখ ফজলুর রহমান, স্বেচ্ছায় সঞ্চয় বিনিয়োগ ও আবাসন প্রকল্পের সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, নতুনবাজার সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, ইলিয়াস হোসেন, জি এম নাসির উদ্দীন, রোহতাব হোসেন, আব্দুর রব, হারুনর রশিদ ইমন সহ প্রকল্পের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য