উখিয়ায় পাহাড়ের মাটি পাচারকালে দুই ডাম্পার জব্দ

উখিয়ায় পাহাড়ের মাটি পাচারকালে দুই ডাম্পার জব্দ

উখিয়ায় পাহাড়ের মাটি পাচারকালে দুই ডাম্পার জব্দ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের পালংখালী ও দৌছড়ি বিটের হরিণমারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি পাচার কালে দুটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।

রোববার (৫ মার্চ) আনুমানিক রাত ১টার দিকে পর্যন্ত অবৈধভাবে মাটি পাচারের খবরে দু’টি পৃথক অভিযান পরিচালনা করে বনবিভাগ। অভিযানের খবর পেয়ে অবৈধভাবে মাটি ও বালি পাচারকারীরা পালিয়ে যায়। পরে ডাম্পার দু’টি জব্দ করা হয়।

বনবিভাগ সূত্র জানায়, বন বিভাগের পক্ষে এই অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব ও তত্ত্বাবধানে ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। এ সময় উখিয়া সদরের বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসাইন ও বনবিভাগের অন্যান্য কর্মকর্তা ও উখিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে পাহাড়ের মাটি পাচারের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করি। অভিযানে আসার খবর পেয়ে মাটিখেকোরা পালিয়ে যায়। পরে শ্বাসরুদ্ধকর অভিযানে ডাম্পার দু’টি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে অনুসন্ধান করে তথ্য উপাত্ত নিয়ে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

   


পাঠকের মন্তব্য