বিলুপ্ত করা হলো কুবি শাখা ছাত্রলীগের কমিটি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ মার্চ) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়৷ 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক নিষ্কৃয়তা, শৃঙ্খলাহীনতা ও গঠনতত্ত্ব পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার কারণে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

উল্লেখ্য যে গত গত শনিবার (৪ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে শেখ হাসিনা হলের প্রভোস্ট সাহেদুর রহমানকে শাসানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টির হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মেহজাবিনের বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার (৬ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কতৃক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করা হয়। 

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এর ফলে বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের (রেজা গ্রুপ ও ইলিয়াস গ্রুপ) মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং বিলুপ্তি ঘোষণার পরেরদিনই (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের (রেজা গ্রুপ) ক্যাম্পাসে এসে পটকা ফাটিয়ে বিজয় মিছিল করে।

   


পাঠকের মন্তব্য