চকরিয়ায় মাদারট্রি কেটে সংরক্ষিত বনে ঘর নির্মাণ

চকরিয়ায় ফাঁসিয়াখালী রেঞ্জ

চকরিয়ায় ফাঁসিয়াখালী রেঞ্জ

কক্সবাজারের চকরিয়ায় ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের সংরক্ষিত বনে ঘর নিমার্ণের জন্য কন্ট্রাক্টে পেশাদার চোর দিয়ে রক্ষিত শতবর্ষী মাদার ট্রি গর্জন গাছ কর্তন করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে রিংভং ছগিরশাহকাটার-সোয়াজানিয়া দক্ষিণ পাহাড় এলাকায় গভীর রাতে গাছ কর্তনের ঘটনা ঘটেছে।

স্হানীয়রা জানান, সরকার দলের প্রভাবশালী লোক পরিচয়ে ভ্যান চালক থেকে প্রায় শতকোটি টাকার সরকারী বন সম্পদ দখলকারী, বন ধ্বংসযজ্ঞের মূল্য নায়ক এবং গাছ পাচারকারী ডন-ফোরকান ওরফে শেখ ফোরকানের নেতৃত্বে রিংভং ছগিরশাহকাটার-দক্ষিণ পাহাড় এলাকার সৌদি প্রবাসী বদিউল আলমের স্ত্রী শাহানা বেগমের অস্হায়ী বসতঘরের আঙ্গিনায় থাকা শতবর্ষী মাদারট্রি গর্জন গাছটি কন্ট্রাক্টে কর্তন করা হয়েছে।

স্হানীয়রা আরো জানান,অপ্রতিরোধ্য বন ধ্বংসযজ্ঞ থেকে হয়তো নবাগত রেঞ্জকর্মকর্তা ও ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা দ্বারা বন রক্ষা পেতে পারে।কারণ উনারা আসার পর থেকে বন অপরাধ কমাতে ইতিমধ্যে বিভিন্ন অভিযান চালিয়েছেন।তবে সংশ্লিষ্ট বনবিভাগকে যদি রাজনৈতিক নেতা,উধ্বর্তন প্রশাসন কর্মকর্তারা আন্তরিক হয়ে সহযোগিতা করেন।তাহলে অবশিষ্ট বন রক্ষা পাবে,না হয় বিলিন হয়ে বেদখলে যাবে।

এবিষয়ে ডুলাহাজারার ভারপ্রাপ্ত বনবিট কর্মকর্তা অবনি কুমার রায় জানান,সোমবার গভীর রাতের আধারে শাহানা বেগম অস্হায়ী বসতঘর ভেঙ্গে নতুন করে নিমার্ণের জন্য হেডম্যান ও এলাকার একজন বন ধ্বংসযজ্ঞের গডফাদার মিলে কন্ট্রাক্টে গাছটি কেটেছে বলে জেনেছি,প্রমাণও পেয়েছি।খবরটি শুনে ঘটনাস্থলে গিয়ে গাছটি জব্দ করি এবং গাছটি রেঞ্জ কার্যালয়ে আনার ব্যবস্হা প্রক্রিয়াধিন রয়েছে।গাছ কর্তনের ব্যাপারে আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।

এব্যাপারে ফাঁসিয়াখালী রেঞ্জকর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান,বন রক্ষার দায়িত্ব নিয়ে এসেছি।সুতরাং বন ধ্বংসযজ্ঞকারী কাউকে ছাড় দেওয়া হবেনা,এবং গাছ কর্তনকারী,পাচারকারী সকলের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হয়েছে।

উল্লেখ্য-গত ২৩ ফ্রেরুয়ারী গভীর রাতে একই বনবিট এলাকার রির্জাভপাড়ায় শতবর্ষী মাদারট্রি গর্জন গাছ কর্তন ও ২০২২ সালের ৩১ ডিসেম্বরে গভীর রাতের আধারে ফোরকানের নব্য তোলা পাঁকা দালানের দোকান ঘরের লাগোয়া পিছনে অর্ধ-শতবর্ষী গর্জন গাছ কর্তন করা হয়।সেই ফোরকানের ডজনখানি বনমামলা,যার মামলা নং-১১২/১৮, ৯৮/১৮, ৪১/২০, ৯৮/২০, ৬৯/২১, ১০৮/২১, ১১২/২১ সহ আরো ২টি রয়েছেন।

এছাড়াও তার আরো তিন ভাইয়েরাও অনুরুপ বনমামলার আসামী বলে জানিয়েছেন বনকর্মকর্তারা।

   


পাঠকের মন্তব্য