সুন্দরগঞ্জে মহানাম যজ্ঞানুষ্ঠানের শোভাযাত্রা

সুন্দরগঞ্জে মহানাম যজ্ঞানুষ্ঠানের শোভাযাত্রা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ শ্রী শ্রী জয়দূর্গা মন্দিরে ৩২ প্রহরব্যাপী অনুষ্ঠিতব্য মহানাম যজ্ঞা অনুষ্ঠান উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী এ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। এসময় ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ-আল মামুন, পৌর কাউন্সিলর হাবীব সরকার হাবীব, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও পৌর কাউন্সিলর দীপক কুমার বাবলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই চন্দ্র ভট্রাচার্য প্রমূখ।
এসময় আয়োজকদের মধ্যে ছিলেন- মানিক চন্দ্র বর্মন, সম্বারু মহন্ত, জনক কুমার দেবনাথসহ অন্যান্যরা।
পাঠকের মন্তব্য