বনভূমি থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ করলো প্রশাসন

বনভূমি থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ করলো প্রশাসন

বনভূমি থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ করলো প্রশাসন

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোডের দক্ষিণ মহুরি পাড়ায় বনভূমিতে পাহাড় কেটে নির্মাণাধীন দুটি এবং কক্সবাজার শহরের সমিতি পাড়ায় বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান, সমীর রঞ্জন সাহা রেঞ্জ কর্মকর্তা কক্সবাজার রেঞ্জ, মোঃ সোহেল হোসেন, বিট কর্মকর্তা লিংক রোড বিট, কামরুজ্জামান শোভন, বিট কর্মকর্তা, হিমছড়ি বিট, ফছিউল আলম শুভ বিট কর্মকর্তা চেইন্দা বিট, ক্যাচিং ঊ মারমা, বিট কর্মকর্তা কস্তুরাঘাট বিট সহ কক্সবাজার বন রেঞ্জের বিভিন্ন বিটের স্টাফ, সিপিজি সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় কক্সবাজার সদর উপজেলার কক্সবাজার রেঞ্জাধীন লিংক রোড বিট কাম চেক স্টেশন এর আওতাধীন দক্ষিণ মোহুরিপাড়া এলাকায় যৌথ অভিযান করে অবৈধভাবে নির্মিত দুইটি পাকা দালান ভেঙে গুঁড়িয়ে দেয়।

এ বিষয়ে লিংক রোড বিটের বিট কর্মকর্তা মোঃ সোহেল হোসেন জানান, সরকারি বনভূমি জবরদখল করে অবৈধভাবে নির্মিত জবরদখলকারীরা কখনোই আইনের হাত থেকে রক্ষা পাবেনা এবং জবরদখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।

একই দিনে কক্সবাজার সদর উপজেলার কস্তুরাঘাট বিটের সমিতিপাড়া নামক এলাকায় বন বিভাগের সৃজিত বাগানের মধ্যে জবরদখল কারী কর্তৃক নির্মিত স্থাপনা ভেঙে সরকারি জমি জবরদখল কারীদের হাত থেকে উদ্ধার করা হয়।

   


পাঠকের মন্তব্য