ফরিদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার

"স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়" এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো ফরিদপুরেও পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে  র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১০ মার্চ সকাল ৯.১৫ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি ইয়াছিন কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু নাসের মোঃ বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ এমদাদুল ইসলাম, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক খান, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। 

প্রধান অতিথি বলেন, দুর্যোগের কোন সময় নেই। যে কোন সময় দুর্যোগ হানা দিতে পারে। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানবসৃষ্ট কিছু দুর্যোগ রয়েছে। এ সকল দুর্যোগে যেন বড় ধরনের কোন ক্ষতি না হয় সে জন্যই দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিতে হয়। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভৌগোলিক কারণেও বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। সরকার ২০০৯ সাল থেকে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসে দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেছে। জাতিসংঘের সাবেক প্রেসিডেন্ট বান কু মুন বাংলাদেশ সফরে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্যোগ মোকাবেলায় শিক্ষক হিসেবে আখ্যায়িত করেছিলেন। দুর্যোগ এখনো আসে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী ও সময়োপযোগী পদক্ষেপ সে সকল দুর্যোগে ক্ষতির সম্ভাবনা কম থাকে। 

তিনি আরও বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা এবং মাঠপর্যায়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বন্যা, ঘূর্ণিঝড়সহ অন্যান্য দুর্যোগ মোকাবেলা বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতেও যেকোনো দুর্যোগ মোকাবেলা ও এর ঝুঁকি কমাতে আমরা সক্ষম হব।’

সভা পরিচালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম। সভা শেষে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে সরকারি ইয়াছিন কলেজ মাঠে নানা ধরনের দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

   


পাঠকের মন্তব্য