বেত্রবতী ব্রিজ নির্মাণের দাবিতে ওয়ার্কাস পার্টির মানববন্ধন

যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে মানববন্ধন

যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে মানববন্ধন

জনগুরুত্বপূর্ণ বেত্রবতী নদীর ব্রীজ নির্মাণের দাবিতে কলরোয়ায় ওয়ার্কাস পার্টির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সন্নিকটে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বেত্রবতী ব্রীজের বন্ধ থাকা নির্মাণ কাজ ফের চালু করার দাবি জানান। ঝুঁকিপূর্ণ এ ব্রীজ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জরাজীর্ণ এ ব্রিজে নিত্য  মানুষ ও যান চলাচল অব্যাহত থাকায় বড় ধরনের যেকোনো দুর্ঘটনার আশঙ্কা ব্যক্ত করে দ্রæত নির্মাণ কার্যক্রম আবারও শুরু করার দাবি জানান বক্তারা। 

এছাড়া কপোতাক্ষ নদ খননেরও দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন-যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, পৌর ওয়ার্কার্স পার্টির সভাপতি সন্তোষ কুমার পাল, কপাই সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সাংবাদিক কামরুল হাসান, সাংবাদিক জাকির হোসেন, পূজা উদযাপন কমিটির নেতা দিলীপ অধিকারী। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন- উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা মাস্টার প্রদীপ কুমার পাল। অনুষ্ঠান শেষে  নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

   


পাঠকের মন্তব্য