হাতির অভয়ারণ্য দখলমুক্ত করলো বনবিভাগ 

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দায় গহীন অরণ্যে হাতির অভয়ারণ্য ধ্বংস করে গড়ে তোলা ব্যক্তিগত বাণিজ্যিক খামার ও বাগান উচ্ছেদ করে দিয়েছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। গতকাল ১৪ মার্চ (মঙ্গলবার) দুপুরে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ২০ একর বনভূমি দখলমুক্ত করা হয়।

এসময় ঘেরাবেড়া, পানের বরজ, গভীর নলকূপ, বৈদ্যুতিক সংযোগ, বৈদ্যুতিক তার, ১০০০ ফুট লম্বা পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সেখানে থাকা অন্যান্য স্থাপনা সরিয়ে নিতে দুই দিনের সময় দেয়া হয়েছে। একই সাথে ওই এলাকায় ৫০ হেক্টর বাগান সৃজনের জন্য সাইনবোর্ড ও নার্সারী স্থাপন করা হয়েছে।

অভিযানে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল, ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ সহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘ঘন প্রাকৃতিক বন ধ্বংস করে খোদ বন বিভাগই এখন বিভিন্ন প্রকল্পের অধীনে বনায়ন করে। কিন্তু শত শত হেক্টর বনভূমি চোখের সামনেই ভূমিদস্যুরা দখল করে।বনভূমি রক্ষায় নিয়মিত টহল জোরদারের পাশাপাশি পুরো এলাকায় বনায়ন করতে হবে। অন্যথায় আবারও এসব দখল হয়ে যাবে।’ এছাড়া অভিযান অব্যাহত রাখার দাবী জানান তিনি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম বলেন, ‘যাবতীয় সরঞ্জাম জব্দ করে আনুমানিক ২০ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। এক দিনে পুরো সম্ভব না হওয়ায় বাকি স্থাপনা সরিয়ে নিতে দুই দিনের সময় দেয়া হয়েছে। এরপর আবারও অভিযান চালানো হবে। চলতি অর্থ বছরেই পুরো এলাকায় বনায়ন করা হবে।’

উল্লেখ্য, কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দার খোন্দকার পাড়ার পশ্চিমে বন বিভাগের চেইন্দা বন বিটের আনুমানিক ৭০ একর পাহাড় দখল করে ব্যক্তিগত বাণিজ্যিক খামার ও বাগান গড়ে তোলার কাজ করছিল আজিজুল হক, আবু তাহের ও সাইদুলের নেতৃত্বে একটি সিন্ডিকেট। তারা সেখানে বিদ্যুৎ সংযোগ নিয়ে হাতি মারার ফাঁদ বসিয়েছিল।

এ সংক্রান্ত একটি সচিত্র সংবাদ গত ১২ মার্চ দৈনিক সকালের কক্সবাজার পত্রিকায় ‘৭০ একর পাহাড় দখল করে খামার, হাতি মারতে ফাঁদ !’ শিরোনামে প্রকাশিত হয়।

   


পাঠকের মন্তব্য