ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী

নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী

"নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী" এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৫ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালী বের করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। এছাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমানসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক সোহেল শেখ।

সভায় বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিতে সকলকে আইন মেনে চলার আহ্বান জানান। এই আইনেরও যেন কেউ অপব্যবহার না করেন সে ব্যাপারেও সতর্ক করেন। এছাড়া আসন্ন রমজানে দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সকলে। 

   


পাঠকের মন্তব্য