বগুড়ার নন্দীগ্রাম উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

নন্দীগ্রাম উপ-স্বাস্থ্যকেন্দ্র

নন্দীগ্রাম উপ-স্বাস্থ্যকেন্দ্র

বগুড়ার নন্দীগ্রাম উপ-স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন থেকে কোন ডাক্তার না থাকায় চিকিৎসা সেবার বেহাল দশার সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, নন্দীগ্রাম উপ-স্বাস্থ্যকেন্দ্রটি সদরে হওয়ার কারনে সাধারণ মানুষ সেবা নেওয়ার জন্য ছুটে আসে। এক সময় স্বাস্থ্যকেন্দ্রে রোগীর ব্যাপক ভিড় ছিল, নিয়মিত ডাক্তার থাকত, গরিব মানুষ চিকিৎসা সেবা পাইত, কিন্তু এখন শুধু মাত্র একজন উপ-সহকারী কমিউনিটি অফিসার দিয়ে চলছে চিকিৎসা। 

২০১৭ সালের সেপ্টেম্বর  মাস থেকে এ পর্যন্ত মোট ৫ বছর ৩ মাস ধরে কর্মস্থলে কোন ডাক্তার নাই। বরাবর একজন ডাক্তার দেওয়া হলেও কর্তৃপক্ষের নির্দেশে অন্যত্র ডেপুটেশনে দিয়ে রেখছে, একজন ফার্মাসিষ্ট দেওয়া হয়েছে তাকেও ডেপুটেশনে দেওয়া রয়েছে। একজন অফিস সহায়ক এর পদ থাকলেও তাকে নিয়োগ দেওয়া হয়নি। সব মিলিয়ে এখন ওই অফিসে উপ-সহকারী কমিউনিটি অফিসার মোঃ ইউনুস আলীকে একাই পুরো  অফিসের দায়িত্ব পালন করতে হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর সাথে কথা বললে তারা এই প্রতিনিধিকে  জানান, তারা ঔষুধ না পেয়ে ঘুরিয়ে হয়রানির শিকার হচ্ছেন। 

তারা আরো জানান, এক সময় ওই স্বাস্থ্যকেন্দ্রে  রোগীর উপচে পড়া ভীড় থাকত, কিন্তু এখন ডাক্তার ও ঔষধ না থাকার কারনে আর তেমন রোগী হয় না, আর যেসব সেবাগ্রহীতারা সেবা নিতে আসে  তারা চিকিৎসা ও ঔষুধ না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে উপ-সহকারী কমিউনিটি অফিসার ইউনুছ আলীর সাথে কথা বললে তিনি জানান, আমাকে একাই অফিসে সকল কাজ করতে হয়, আমি যে টুকু ঔষুধ পাই সেইটাই মানুষকে দেই। 

এবিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি এই প্রতিনিধিকে জানান, একজন ডাক্তার কে পোষ্টিং দেওয়া আছে কিন্তু কর্তৃপক্ষ অন্যত্র ডেপুটেশনে দিয়ে রেখেছে।

   


পাঠকের মন্তব্য