ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম ভুঞা

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম ভুঞা

নিরপেক্ষ অবাদ সুষ্ঠ ও শান্তিপূর্ণ্য ভাবে উৎসব মুখর পরিবেশে ১৬ মার্চ সকাল ৮.৩০ ঘটিকা থেকে বিকেল ৪.৩০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়াই ইভিএম এর মাধ্যমে হালুয়াঘাট পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় হয়েছে। দ্বিতীয় বার পৌর পিতা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম ভুঞা। তিনি নৌকা প্রতীক নিয়ে ৫৪১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৪২০১ ভোট। প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫১৭ ভোট, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাদিম আহমদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৭১৫ ভোট।

পৌরসভা নির্বাচনে ৯ হাজার ২ শত ৮৮ জন পুরুষ ও ৯ হাজার ৭ শত ৬৬ জন নারী ভোটারসহ সর্বমোট ১৯ হাজার ৫৪ জন ভোটার এর মধ্যে ১১ হাজার ৮শত ৪৭ জন ভোটাধিকার করেন।

উক্ত ফলাফলের সত্যত্যা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জন কেনেথ রিছিল জানান, বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খায়রুল আলম ভুঞা তিনি নৌকা প্রতীক নিয়ে ৫৪১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৪২০১ ভোট। প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫১৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী নাদিম আহমদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৭১৫ ভোট পেয়েছেন। 

স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ (১) অনুযায়ী নির্বাচন কমিশন পৌরসভার মেয়র,সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম এর মাধ্যমে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়।

   


পাঠকের মন্তব্য